প্রয়োজনীয় জিনিস ঘরে পৌঁছে দেবে ‘জনতা ডেলিভারি’,অভিনব উদ্যোগ শিলিগুড়ির যুবকের

শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ  লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরে পৌঁছে দিতে শিলিগুড়ির যুবকের অভিনব উদ্যোগ।কর্মহীনদের নিয়ে চালু করল ‘জনতা ডেলিভারি’।


করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এই পরিস্থিতিতে গৃহবন্দী মানুষ।জরুরী জিনিসের দোকান খোলা থাকলেও দেখা যাচ্ছে সেখানে সামাজিক দূরত্ব না মেনেই জিনিস কেনাকাটা করছে মানুষ।এদিকে সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষেরা।তাদের পক্ষে বাইরে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছে না।এমতাবস্থায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে ‘জনতা ডেলিভারি’  শুরু করেছেন শিলিগুড়ির বাসিন্দা শিব বনশল।

শিব বনশল একজন ব্যাঙ্ক কর্মী।বেঙ্গালুরুতে কর্মরত রয়েছেন তিনি।তবে কিছুদিন আগে বাবা-মার দেখাশোনার জন্য শিলিগুড়িতে নিজের বাড়িতে আসেন তিনি।সেইসময় বাড়ির কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে তার উপলব্ধি হয় যে মানুষ সামাজিক দূরত্ব মানছে না এবং বয়স্ক মানুষদের জিনিস বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেই কোনও হোম ডেলিভারির ব্যবস্থা।এরপরই ‘জনতা ডেলিভারি’ খোলার সিদ্ধান্ত নেন তিনি।লকডাউন চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের প্রয়োজনীয় জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দিতেই তার এই সিদ্ধান্ত।ইতিমধ্যেই শিব বনশল ৫ জনের একটি দল নিয়ে এই কাজ শুরু করেছেন।তিনি সাফল্যও পেয়েছেন।


শিব বনশল জানান, তার এই সিদ্ধান্তে মানুষ যেমন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়িতেই পেয়ে যাচ্ছেন।এছাড়াও এমন অনেকেই রয়েছে যারা এই সময়ে কর্মহীন তারা কাজ করার সুযোগ পেয়েছেন।

2 thoughts on “প্রয়োজনীয় জিনিস ঘরে পৌঁছে দেবে ‘জনতা ডেলিভারি’,অভিনব উদ্যোগ শিলিগুড়ির যুবকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş