শিলিগুড়ি,৩ এপ্রিলঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এমতাবস্থায় সমস্যায় পড়েছেন দেশের দিন আনা দিন খাওয়া মানুষেরা।তাদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার।কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে যেসব মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আগামী ৩ মাস পর্যন্ত প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হবে।এদিকে করোনা মোকাবিলায় দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।তাই এই টাকা নিতে এসে ব্যাঙ্কগুলিতে যাতে ভিড় না জমে সে কারণে পৃথক-পৃথক দিনে টাকা দেওয়া হবে মানুষদের।
জানা গিয়েছে, যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ০ এবং ১ তাদের ৩ এপ্রিল ও ২ এবং ৩ যাদের রয়েছে তাদের ৪ এপ্রিল এবং ৪ ও ৫-৭ এপ্রিল,৬ ও ৭-৮ এপ্রিল,৮ ও ৯ সংখ্যা যাদের রয়েছে তারা ৯ এপ্রিল ব্যাঙ্কের এটিএম এর মাধ্যমে অথবা ব্যাংক মিত্রের মাধ্যমে সেই টাকা নিতে পারবেন।
এই বিষয়ে দার্জিলিং জেলা অগ্রণী ব্যাংক ম্যানেজার সরোজ কুমার ছেত্রি বলেন,গ্রাহকেরা নির্দিষ্ট এইসব দিনের পরেও তাদের টাকা তুলতে পারবেন।গ্রাহক রুপে কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।এই জন্য কোনও অতিরিক্ত শুল্ক নেওয়া হবে না।