শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ শহরকে জঞ্জাল মুক্ত করে তুলতে নানান উদ্যোগ গ্রহন করেছেন পুরনিগমের মেয়র গৌতম দেব।এবারে জিরো বর্জ্য শহর গড়তে আরও একধাপ এগোলে শিলিগুড়ি পুরনিগম।
শুক্রবার ৫ কোটি ৯ লক্ষ ৫২ হাজার অর্থ ব্যয় করে ৬০টি জঞ্জাল অপসারণ করার গাড়ি চালু করা হল।এদিন আপাতত ৪০টি গাড়ির উদ্বোধন করা হয়।আগামী কয়েকদিনের মধ্য আরও ২০টি গাড়ি চালু করা হবে।এদিন গাড়িগুলির উদ্বোধন করে মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্যরা।
মেয়র জানান, মানুষ সচেতন হলে জিরো বর্জ্য শহর গড়ে তোলা সম্ভব হবে।তাই সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।