শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ যানজটের শহর শিলিগুড়ি। এখন হয়তো অনেকেই রাস্তায় বের হওয়ার পর এমনটাই ভাবেন। শিলিগুড়ি শহরে এখন মাথাব্যাথার কারণ এই যানজট। একদিকে পার্কিংয়ের জায়গায় অভাব, অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে টোটোর চলাচল, ফুটপাথ দখল। এসব কারণে শহরে যানজট সমস্যা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। কোথাও যেতে হলে হাতে বাড়তি সময় নিয়ে বের হতে হয়।
এই সমস্যা মেটাতেই সোমবার শিলিগুড়ি পুরনিগমে পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিপি ট্র্যাফিক অভিষেক গুপ্তা। এদিন পুলিশের তরফে বেশকিছু প্রস্তাব দেওয়া হয় যানজট সমস্যা মেটাতে।
শহরে কিছু জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা ও টোটোগুলিকে নিয়ন্ত্রণ করার কাজ শুরু হবে বলেই জানিয়েছেন মেয়র গৌতম দেব। পুজোর পর থেকেই শহরে বিনা নম্বরের টোটো চলতে দেওয়া হবে না বলে ঠিক হয়েছে। সিটি অটোগুলি যাতে রুট মেনে চলে তা দেখা হবে। কোর্টমোড়ের কাছে যে লোকাল বাসস্ট্যান্ডটি রয়েছে সেটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিছু বাস তিনবাত্তিতে নতুন বাসস্ট্যান্ড ও কিছু জংশনে তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে চলাচল করবে।