শিলিগুড়ি, ২০ অক্টোবরঃ প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাটিগাড়ার বালাসন ব্রিজ। বুধবার সকাল থেকে এই ব্রিজ হয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে। নৌকাঘাট হয়ে এখন সমস্ত বাস, গাড়ি চলাচল করছে। এর জেরে এবার ব্যাপক যানজট হচ্ছে শিলিগুড়ির বর্ধমান রোডে।
সকাল থেকে এই রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তেই যানজটও বেড়েছে। এদিকে ঝঙ্কার মোড়ের কাছে উড়ালপুল তৈরির জন্য কাজ হওয়ায় যানজট সমস্যা আরও বেড়েছে। তবে মাটিগাড়ার বালাসন ব্রিজ ঠিক না হওয়া অবধি এই যানজট কমবে না বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই পুলিশের তরফে জানানো হয়েছে সমস্ত গাড়িগুলিকে নৌকাঘাট হয়ে ঘুরে যেতে। বিশেষ করে যারা বাগডোগরা বিমানবন্দরে যাবেন তাঁদের হাতে কিছুটা সময় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কথা বলছেন পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে বর্ধমান রোডে বেশকয়েক জায়গায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।