শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শহরের রাস্তায় চলতে গিয়ে ট্র্যাফিকের নানা সমস্যা দেখেন। নিজেকেও সেই সমস্যায় পড়তে হয়। এবার সেই সমস্যা সমাধানের পথ বললে যেমন সমাধান হবে। তেমনই পালটা প্রশংসিতও হবেন শহরবাসী।
শিলিগুড়ি শহরের যানজট নিরসনের লক্ষ্যে এই নতুন উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।শহরের ট্রাফিক সমস্যার সমাধানে এবারে নাগরিকদের প্রস্তাব গ্রহণ করবে পুলিশ কমিশনারেট।
শুক্রবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহরের যানজট ও ট্রাফিক সমস্যা সমাধানের নতুন উদ্যোগের কথা জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।প্রতি মাসে যারা ট্র্যাফিক সমস্যা সমাধানে ভাল প্রস্তাব দেবেন তাঁদের সম্মানিত করা হবে।
এদিন পুলিশ কমিশনার সি সুধাকর আরও জানান, যারা ট্রাফিক সমস্যা সমাধানে ভালো প্রস্তাব দেবেন তাদের আমরা সম্মানিত করবো।এর পাশাপাশি নতুন করে ৬০ জন কনস্টেবল ট্রাফিকে মোতায়েন করা হচ্ছে। রাত ৯ টার পর শহরের রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে তাঁরা নজরদারি রাখবেন।