শিলিগুড়ি, ২৭ মার্চঃ যানযট ও অবৈধ পার্কিং নিয়ে পুরনিগমের বোর্ড মিটিংয়ে সরব বিরোধীরা।দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেন মেয়র।
সোমবার পুরনিগমের এই মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।এদিন অবৈধ পার্কিং ও শহরের যানযট সমস্যা নিয়ে সরব হন বিরোধী দলনেতা অমিত জৈন ও বিজেপি কাউন্সিলর মঞ্জুশ্রী পাল।অমিত জৈন বলেন,যানযটে নাজেহাল শহরবাসী।পাশাপাশি শহরের বেশ কিছু জায়গায় অবৈধভাবে পার্কিং তোলা হচ্ছে।পুরনিগমকে চ্যালেঞ্জ করে পার্কিং ফি তুলছে কিছু অসাধু ব্যাবসায়ী।এই সব সমস্যার সমাধান চেয়ে মেয়রের হস্তক্ষেপের দাবি জানান তিনি।
এদিকে বিরোধীদের কথা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।মেয়র জানান,অবৈধ পার্কিংকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।যদি এমন কাজ হয়ে থাকে তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।পাশাপাশি বর্ধমান রোডে অসমাপ্ত ফ্লাইওভারের কাজও দ্রুত শেষ করার কথা জানান।শহরের বাড়তি যানযট সমস্যাকেও সমাধানের চিন্তা ভাবনা নিয়েছে পুরনিগম।