রাজগঞ্জ ২৪ জুলাইঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে যানজটে নাজেহাল যানবাহনের চালক ও যাত্রী থেকে শুরু করে সকলেই।এই ঘটনা বেশ কয়েকদিন থেকেই চলছে।শুধু ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন যানজটে আটকে থাকছে যানবাহন।স্বাভাবিকভাবেই ক্ষোভ জমছে সর্বস্তরের মানুষের মধ্যে।
উল্লেখ্য, শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ককে চার লেনের মহাসড়ক করার জন্য নির্মাণ কাজ চলছে।রাস্তার মাঝে কয়েক জায়গায় এমন বেহাল অবস্থা হয়ে পড়েছে যে প্রায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে।করোনা আবহে হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলাচল করলেও বাসগুলিকে যেতে হচ্ছে ঘুরপথে।ফলে যাত্রীরা পড়েছেন সমস্যায়।অন্যদিকে, দূরপাল্লার পণ্যবাহী ট্রাক দিনের পর দিন আটকে থাকছে।
চালকরা বলেন, যানজটের কারণে একদিন বা দুই দিন আটকে থাকতে হচ্ছে।কিন্তু পানীয় জল ও খাদ্য সামগ্রী না মেলায় চরম সমস্যার মধ্যে পড়ছেন তারা।