শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ যানজটে জেরবার শিলিগুড়ি। দার্জিলিং মোড়ের যানজট যেন আরেক মাথা ব্যাথার কারণ শিলিগুড়িবাসীর কাছে। সেখানে উড়ালপুল তৈরির দাবি বহুদিনের। কিন্তু আজও উড়ালপুল নিয়ে কোনো সদুত্তর আসেনি কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের তরফে। যেকারণে দার্জিলিং মোড়ের যানজট কমাতে সেখানে বেইলি ব্রিজ করার পরিকল্পনার কথা জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরের মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন।
দার্জিলিং মোড়ের কাছে যানজট কমাতে অস্থায়ীভাবে এই বেইলি ব্রিজটি করা হতে পারে। সেখানে সার্ভের পর পূর্ত দপ্তরের সম্মতি মিললেই তা হতে পারে। মন্ত্রী জানান, তিনি এই বেইলি ব্রিজ করা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। জেলাশাসককের সঙ্গেও কথা বলেছেন।