শিলিগুড়ি,২৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির বাবুপাড়ার আলো চৌধুরী মোড় এলাকায় যানজটের জেরে অসুবিধায় পড়তে হয় পথ চলতি মানুষদের। ট্রাফিক পুলিশ না থাকায় কে আগে যাবে তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই যানজটের সমস্যা সমাধানের জন্য কোনও পদক্ষেপ গ্রহন করেনি প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার দিনগুলি যাতে সুষ্ঠ মতন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও এই জায়গাটি কিন্তু এখনও অবহেলিত। সেই কারনে পরীক্ষার্থীদেরও যানজটের কবলে পড়ে নাকাল হতে হচ্ছে।
আজ অংক পরীক্ষা, তার মাঝে এমন যানযটের চিত্র ধরা পড়ে সেই এলাকায়। তবে সমস্যা সমাধানে এগিয়ে আসেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দীপায়ন রায়। এদিন তিনি নিজেই ট্রাফিক কন্ট্রোল করে এলাকাটি যানজট মুক্ত করেন।
কাউন্সিলর দীপায়ন রায় জানান, এই যানজট সমস্যা নিয়ে শিলিগুড়ি থানায় বিষয়টি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল দেখায়নি। বাধ্য হয়ে নিজেই তাই রাস্তায় নেমেছি যানজট নিরসনে। আগামীতে যানজট সমস্যার স্থায়ী সমাধান নিয়ে থানায় লিখিত দাবি জানাবেন বলেও জানান তিনি।