শিলিগুড়ি, ১৭ আগস্টঃ শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শিলিগুড়ি যাদব সমিতির তরফে ১৯ এবং ২০ আগস্ট দুই দিন ব্যাপী একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি যাদব সমিতির সদস্যরা।
এদিন শিলিগুড়ি যাদব সমিতির তরফে উত্তম ঘোষ বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে চলেছি।এই উৎসবে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে।প্রায় ২০০টি চারা গাছ বিতরণ করা হবে।এছাড়াও বৃক্ষরোপন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।