খড়িবাড়ি, ১৩ নভেম্বরঃ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের জন্ম ও মৃত্যু সার্টিফিকেটের ঘটনার তদন্তে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৬। সার্টিফিকেট কান্ডে মূল অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেফতারের পর এবার ফাঁসিদেওয়ায় হানা পুলিশের।
ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর পাইকপাড়ায় অনলাইন পরিষেবার আড়ালে অবৈধ কারবারের হদিস পেয়ে খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া থানার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালায়।সুব্রত ঘোষ ওরফে লিটন ঘোষকে গ্রেফতার করা হয়।ধৃতের দোকানে ৩টি কম্পিউটার থেকে একাধিক জন্ম-মৃত্যু শংসাপত্র উদ্ধার করেছে পুলিশ।এর পাশাপাশি রেটিনা স্ক্যানার, আধার তৈরির জন্য ব্যবহৃত বায়োমেট্রিক মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। খড়িবাড়ির গ্রামীণ হাসপাতালে এই সার্টিফিকেট কান্ডে মূল অভিযুক্ত পার্থ সাহার সঙ্গে কি সম্পর্ক ছিল ধৃতের তার তদন্ত শুরু করেছে পুলিশ।
