শিলিগুড়ি, ২৩ মেঃ শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর কাছে শ্মশানঘাট তৈরি করা নিয়ে বিরোধিতা করছে স্থানীয় মানুষ।সেইসকল মানুষের পাশে দাঁড়ালেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।আজ ৪২ নম্বর ওয়ার্ডের সেই এলাকা পরিদর্শন করেন শিখা চ্যাটার্জি।সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন।
পরিদর্শনের পর শিখা চ্যাটার্জি বলেন, তিনি জনগণের স্বার্থে কাজ করতে চান।জনগণ চান না এখানে শ্মশানঘাট তৈরি হোক, তাই এখানে শ্মশানঘাট হবে না।শ্মশানঘাটের বদলে এখানে কলেজ, হাসপাতাল, গ্যাস প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি তৈরি করা হোক।শ্মশানঘাটে চাপ কমানোর জন্য যেখানে শ্মশানঘাট রয়েছে সেখানে চুল্লির সংখ্যা বাড়ানো হোক।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এলাকা সংলগ্ন মহানন্দা নদীর কাছে শ্মশানঘাট তৈরি করার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।এরপরই বিরোধিতা শুরু করেন এলাকার বাসিন্দারা।বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন এলাকাবাসীরা।