শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ বর্তমান রাজ্যে যখন মানুষ ধুকছে চাকরির জন্য সেখানে জনমৈত্রি ফাউন্ডেশন বাড়িয়ে দিল সাহায্যের হাত।
এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জনমৈত্রি ফাউন্ডেশনের তরফে অন্তরিক্স অভিষেক জানান, এর আগে বিহারে তারা কাজ করেছেন। এবার তারা বাংলার যুবসমাজের জন্য কাজ করতে চাইছেন।
পাশাপাশি এদিন সংস্থার তরফে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করা হয়। বেকারত্ব দিনদিন বেড়েই চলেছে এবং কোনো সরকারের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই এই সংস্থার তরফে যাদের চাকরির খুবই প্রয়োজন তাদের জন্য শীঘ্রই একটি টোলফ্রি নম্বর আনা হবে, যে নম্বরে ফোন করে তারা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন। তাদের যথাযথ সম্ভব সাহায্য করা হবে সংস্থার তরফে।
সমাজের যুবদের চাকরির ব্যাবস্থা করার পাশাপাশি যে সকল ছেলেমেয়েরা সমাজে এখন নেশাগ্রস্থ হয়ে পড়ছে তাদের একটা সঠিক পথ দেখানোও এই সংস্থার উদ্দেশ্য।