শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন দার্জিলিং এর জেলাশাসক শশাঙ্ক শেঠি।
এদিনের বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশিকা বিস্তারিতভাবে জানান জেলাশাসক।কিভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা যায় এই বিষয়ে সমস্ত দলের প্রতিনিধিরা নিজেদের মন্তব্য রাখেন জেলাশাসকের সামনে।এদিনের বৈঠকে সিপিএম এর তরফে জয় চক্রবর্তী, বিজেপির তরফে প্রবীণ আগরওয়াল, কংগ্রেসের তরফে জীবন মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের তরফে মিলন দত্ত উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিপিএম এর জনপ্রতিনিধি জয় চক্রবর্তী বলেন, আজ নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয়ে জানান জেলাশাসক।বৈঠকে শান্তিপূর্ণ নির্বাচন করার দাবী জানানো হয়।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, প্রশাসনিক বৈঠক ভালো হল।আগামীকালের মধ্যে সমস্ত দলের প্রতিনিধিদের নিজেদের প্রস্তাব জেলাশাসককে জমা দিতে বলা হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশানুসারে প্রচার করা হবে।
কংগ্রেস নেতা জীবন মজুমদার বলেন, এদিনের বৈঠকে নির্বাচনী পোস্টার সরানোর দাবী করা হয়েছে।অন্যদিকে, নির্বাচন খাতে খরচের যে রেট চার্ট দেওয়া হয়েছে তাতে পরিবর্তন করার কথা জানানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস নেতা মিলন দত্ত বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে।এ নিয়ে কোনো সন্দেহ নেই।তবে এবারে দুটি নতুন বিষয় জানানো হয়েছে।প্রথমত ই-নমিনেশন শুরু করা হয়েছে এবং ৮০ বছরের উর্ধে ভোটারদের বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।