আলিপুরদুয়ার, ১৭ ডিসেম্বরঃ আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার ফালাকাটা স্টেশন মোড়ে অনুকূল চন্দ্রের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা করে তৃণমূল।১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানদার কাছে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সুবিধা পাচ্ছেন কিনা সেগুলো সম্পর্কে অবগত করান।এরপর মিছিল করে বিভিন্ন এলাকা পরিক্রমা করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তৃণমূল নেতৃত্বরা।
ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি।সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা জনগণ পাচ্ছেন কিনা তা নিয়ে অবগত করছি।