ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের এসসি ও ওবিসি সেলের উদ্যোগে  জনসংযোগ কর্মসূচি

শিলিগুড়ি,২৮ জানুয়ারী: ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ একটিয়াশাল পাইপলাইন এলাকায় এসসি ও ওবিসি সেল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছোনো ও দলীয় সংগঠনকে আরও মজবুত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এদিন এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকার দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি ও কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনমুখী প্রকল্প, সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক কাজ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতৃত্বরা।
এদিনের কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, রাজগঞ্জ ও ডাবগ্রাম বিধানসভার কো-অর্ডিনেটর তথা জলপাইগুড়ি জেলার এসসি ও ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জে. পি. কানাডিয়া, ডাবগ্রাম–২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুধা সিংহ চ্যাটার্জী, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুরনিগমের মেয়র পরিষদের সদস্য দুলাল দত্ত, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা, ৪০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যজিৎ অধিকারী সহ অন্যান্যরা।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলে দলকে আরও শক্তিশালী করাই এই জনসংযোগ কর্মসূচির প্রধান লক্ষ্য বলে জানান তৃণমূল নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *