শিলিগুড়ি, ২৩ মার্চঃ নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ কর্মসূচি শুরু করলো বিজেপি।রবিবার সকালে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন বিধায়ক শঙ্কর ঘোষ।
জানা গিয়েছে, এদিন ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ।তাদের সমস্যার কথা শোনেন।পাশাপাশি গান্ধী মেমোরিয়াল হিন্দি বিদ্যালয়ের সামনে ভ্যাট ও শৌচালয় নিয়ে সরব হন বিধায়ক।
বিধায়ক শঙ্কর ঘোষ জানান, আমি প্রত্যেকদিনই কোন না কোন ওয়ার্ডে যাই।আজ ১৮ নম্বর ওয়ার্ডে আসলাম।এলাকার ড্রেন গুলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না।পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে এই বিষয়গুলি মেয়রকে দেখার আবেদন জানান তিনি।