রাজগঞ্জ, ৫ মেঃ গ্রামের রাস্তা পাকা হলেও হয়নি কালভার্ট।যাতায়াতের সমস্যায় রাজগঞ্জ ব্লকের বেশকয়েকটি গ্রামের বাসিন্দারা।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের আমবাড়ি পেলকাভিটা হয়ে বীরবান যাওয়ার রাস্তা পাকা করা হলেও সেই রাস্তায় ভেঙ্গে রয়েছে একটি কালভার্ট।বীরবান,রাঙ্গালিভিটা সহ বেশকিছু গ্রামের মানুষ প্রতিনিয়ত আমবাড়ি যেতে এই রাস্তা দিয়েই যাতায়াত করেন।কিন্তু কালভার্ট ভেঙ্গে থাকায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।প্রায় ৬ মাস আগে গ্রামের রাস্তা পাকা করা হলেও কালভার্টি তৈরি করা হয়নি।
বাসিন্দাদের অভিযোগ, কালভার্ট না থাকায় অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।দ্রুত কালভার্ট তৈরি করার দাবী জানান তারা।
এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান সামিজুউদ্দিন আহমেদ জানান, পেলকাভিটা গ্রামে একটি কালভার্ট ভেঙ্গে পড়ে রয়েছে।আমি পরিদর্শন করে এসেছি।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে খুব দ্রুত কালভার্টটি তৈরি করে দেওয়া হবে।