আলিপুরদুয়ার, ২৮ আগস্টঃ গভীর রাতে এলাকায় বাঘের হানা।উদ্ধার হল এক বৃদ্ধার মুন্ডুহীন দেহ।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতিতপাড়া এলাকায়।মৃতার নাম সরদিনী রায়(৬৫)।
জানা গিয়েছে, গতকাল রাতে বৃদ্ধা ঘরের বাইরে বেরিয়েছিল।সেইসময় কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়েই ছুটে আসেন বৃদ্ধার পরিবারের সদস্যরা।বাড়ির পাশে দেখতে পান বৃদ্ধার জুতো পড়ে রয়েছে এবং চিতাবাঘের পায়ের ছাপ।কিছুক্ষন পরই গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে।ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা।বাড়ি থেকে কিছুটা দূরে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও জঙ্গল লাগোয়া এলাকায় একটি ঝোপ থেকে মুন্ডুহীন দেহ উদ্ধার হয়।এরপর সোমবার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে জঙ্গলের মধ্যে ক্ষতবিক্ষত মুন্ডুটি উদ্ধার হয়।
মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।ঘটনার তদন্ত শুরু হয়েছে।