আলিপুরদুয়ার, ১৪ ডিসেম্বরঃ ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি এলাকায় সাতসকালে হাতির হানা।ক্ষতিগ্রস্থ হল জমির ফসল।
শনিবার সকালে প্রায় ১০-১৫টি হাতির একটি দল এলাকায় ঢুকে পড়ে।গ্রামে হাতি ঢোকার খবর চাউর হতেই হাতি দেখতে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ।হতাহতের কোন ঘটনা না ঘটলেও জমির ফসল নষ্ট হয়েছে।
পরবর্তীতে দলগাঁও চা বাগান কাজীপাড়া হয়ে হাতির দলটি জঙ্গলে চলে যায়।ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।