একাধিক দাবীতে জাতীয় সড়কে অবরোধ করলো আদিবাসী সেঙ্গেল অভিযান

ফাঁসিদেওয়া, ১৫ জুনঃ সারনা ধর্ম কোড প্রদান, পরেশনাথ পাহাড়কে জৈনদের হাত থেকে মুক্ত করে আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়া, আন্দামান ও অসমে আদিবাসীদের এসটি মর্যাদা প্রদান এবং মাঝি পরগনায় জনতন্ত্রীকরণ ও সংবিধান লাগু করার দাবীতে এবং কুর্মি মাহাতোদের এসটি সূচিতে সামিলের বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে ৩১ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করলো আদিবাসী সেঙ্গেল অভিযান দার্জিলিং জেলা কমিটির।


এদিন হাতে তিরধনুক নিয়ে পথ অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা।পথ অবরোধের জেরে বন্ধ যান চলাচল।পরিস্থিতি নিয়ন্ত্রণে দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।

জেলা সভাপতি রেনুকা মার্ডি জানান, আমাদের দাবিদাওয়া না মিটলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে আগামী ৩০জুন কলকাতার ব্রিগেড অভিযান হবে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş