রাজগঞ্জ, ৯ ডিসেম্বরঃ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডারমোড় এলাকায় পথ দুর্ঘটনায় আহত হল ৩ জন। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে একটি পণ্য বোঝাই লরি শিলিগুড়ির দিকে আসছিল।গন্ডারমোড়ে ট্রাফিক সিগন্যালে পড়ায় দাঁড়িয়ে পড়ে লরিটি।সেইসময় পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি বাইক দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় বাইকে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে ও গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পোস্টের ওসি অসিত সাহা সহ অন্যান্য পুলিশকর্মীরা।আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।