রাজগঞ্জ, ১০ জানুয়ারিঃ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো একটি চারচাকার গাড়ি।ঘটনায় গুরুতর আহত হলেন ১ জন।শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে একটি চারচাকা গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল। বন্ধুনগর সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় চারচাকা গাড়িটির।রাস্তার পাশেই উল্টে যায় গাড়িটি।
ঘটনায় চারচাকার গাড়ির চালক গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ ও ভোরের আলো থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।