শিলিগুড়ি, ৩ মেঃ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুজন।বুধবার ঘটনাটি ঘটেছে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন জাতীয় সড়কে।
জানা গিয়েছে, এদিন সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে একটি চারচাকা গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল।সেইসময় অপরদিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনায় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।দুই গাড়ির চালক গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এদিকে ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়।পরে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
