রাজগঞ্জ, ১৭ ডিসেম্বরঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধারবাড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের।আজ মৃত দুই যুবকের বাড়িতে গেলেন বিধায়ক খগেশ্বর রায়।
উল্লেখ্য, সোমবার রাতে কাজ শেষ করে একটি বাইকে করে তিন যুবক বাড়ি ফিরছিলেন। সেইসময় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধারবাড়ি সংলগ্ন এলাকায় একটি মালবাহী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বাইকের।এরফলে গুরুতর আহত হন রাজগঞ্জের ফাটাপুকুরের আশ্রম পাড়ার বাসিন্দা তিন যুবক ঋষিকেশ বর্মন, মৃন্ময় বর্মন ও লক্ষন বর্মণ।গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ঋষিকেশ ও মৃন্ময়কে মৃত বলে ঘোষণা করে।আহত যুবকের চিকিৎসা চলছে। দুই যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়েই মঙ্গলবার সকালে মৃত দুই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক খগেশ্বর রায়।এছাড়া আহত লক্ষণ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করেন।পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।বিধায়ক ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি ও পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার সহ অন্যান্যরা।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, খুবই মর্মান্তিক ঘটনা।কাজ থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের মৃত্যু ও একজন চিকিৎসাধীন রয়েছে।আজ সেই যুবকদের পরিবারের সঙ্গে দেখা করলাম।পরিবারগুলিকে সমবেদনা জানালাম।