খড়িবাড়ি, ৩ সেপ্টেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই লরি।শনিবার ভোরে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ধাক্রুমোড় এলাকায় ৩২৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, খড়িবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি।সেইসময় লরির চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এরফলে লরিটি রাস্তার ওপর উল্টে যায়।ঘটনায় আহত হন লরির চালক।খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে বাতাসী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।আহত চালকের নাম ইন্দর সিং (৬০), উত্তরপ্রদেশের বাসিন্দা।
ঘটনার পর লরিটিকে উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ।যানজট নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়ন করা হয় ট্রাফিক পুলিশ।