ফাঁসিদেওয়া, ১৭ জানুয়ারিঃ ফের জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় জখম হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের কমলা ও গঙ্গারাম চা বাগানের ঘটনা।
জানা গিয়েছে,গতকাল রাতে বাগডোগরা-ঘোষপুকুর জাতীয় সড়কে চিতাবাঘটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ, ঘোষপুকুর ও বাগডোগরা বনদফতর এবং এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটি কে চাবাগানের নালা থেকে উদ্ধার করে। এরপর জখম চিতাবাঘটিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে।