বাগডোগরা, ১২ জুলাইঃ যাত্রী হয়রানি কমাতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে যাত্রী সাথী অ্যাপ। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সাথী অ্যাপের শুভারম্ভ করা হল।
এদিন যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, বাগডোগরা বিমানবন্দর ডায়রেক্টর মহম্মদ আরিফ সহ অন্যান্যরা।যাত্রী ও ট্যাক্সি চালকদের মধ্যে যাত্রী সাথী অ্যাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অনায়াসে অনলাইনে বুকিং ও নিরাপত্তা এবং লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
এই পরিষেবার মাধ্যমে দালাল চক্রও পুরোপুরি বন্ধ হবে বলে জানান বিমানবন্দরের ডায়রেক্টর।