শিলিগুড়ি, ২১ মেঃ যাত্রী সেজে ট্রেনে ওঠে প্রথমে যাত্রীদের সঙ্গে আলাপ, পরিচয় এরপর সুযোগ বুঝেই চুরি, ছিনতাই।দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটিয়ে আসছিল।শিলিগুড়িতে হরিয়ানার গ্যাংকে ধরলো আরপিএফ এবং জিআরপি।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে শিলিগুড়ির জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৬ জনকে সন্দেহের ভিত্তিতে প্রথমে আটক করে আরপিএফ এবং জিআরপি।তাদের জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনা সামনে আসে।এরপরই গ্রেফতার করা হয় তাদের।ধৃতদের নাম অনিল কুমার, সঞ্জয় কুমার, সত্যবান, রাজবীর, বিজয়ন্দর এবং সন্দীপ।ধৃতরা হরিয়ানার বাসিন্দা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই গ্যাং বিভিন্ন স্টেশনে যাত্রী সেজে চুরি ছিনতাই করছিল।কিছুদিন আগেই জংশনে প্রবেশ করে।এরমধ্যেই ক্যাপিটাল, কাঞ্চনকন্যা সহ আরও বিভিন্ন ট্রেনে চুরি ছিনতাই করে।গ্যাং এর সদস্যরা প্রথমে সহযাত্রী হিসেবে ট্রেনে উঠত।এরপর যাত্রীদের সঙ্গে আলাপ, পরিচয় করে সুযোগ বুঝে চুরি ও ছিনতাই করে ফেরার হয়ে যেত।এই ধরণের একাধিক অভিযোগ আসে আরপিএফ ও জিআরপি’র কাছে।এরপরই তদন্তে নামা হয়।
তদন্তে নেমে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্যাং এর বিষয়ে জানতে পারে।এরপরই গ্যাংটিকে ধরতে ফাঁদ পাতে আরপিএফ এবং জিআরপি এর টিম।অবশেষে গতকাল রাতেই মেলে সাফল্য।ধৃতদের কাছ থেকে বেশকয়েকটি ব্যাগ ও বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে নেমে আরপিএফ এবং জিআরপি।