শিলিগুড়ি,২৭ জুনঃ প্রথমে যাত্রী সেজে আলাপ।পরে ভয় দেখিয়ে ছিনতাই।চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে।
কর্মসূত্রে শিলিগুড়িতে এসেছিলেন গুজরাটের বাসিন্দা সঞ্জয় শ্রীবাস্তব।রবিবার কাজ সেরে গুজরাট ফিরে যাওয়ার জন্য এনজেপি স্টেশনে জেনারেল টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করছিলেন তিনি।অভিযোগ, সেইসময় যাত্রী সেজে এক ব্যক্তি তার সঙ্গে আলাপ জমান।বেশকিছুক্ষণ গল্প করার পর তাকে টিকিট রিজার্ভেশন করিয়ে দেওয়ার নাম করে স্টেশনের বাইরে নিয়ে আসেন ব্যক্তি।এরপর এনজেপি ট্রাক স্ট্যান্ডের সামনে নিয়ে যাওয়া হয় সঞ্জয় বাবুকে।অভিযোগ,সেখানে আরও দুজন পেছন থেকে এসে তার গলা টিপে ধরেন।এরপর তার কাছে থাকা নগদ সাড়ে ৯ হাজার টাকা,মোবাইল ও এটিএম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ঘটনার পর এনজেপি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জয় শ্রীবাস্তব।সোমবার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলেও পুলিশে অভিযোগ করেছেন সঞ্জয় বাবু।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।