রাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারিঃ প্যাঙ্গোলিনের গোটা চামড়া সহ আঁশ পাচারের আগেই ১ জনকে গ্রেফতার করলো আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।আমবাড়ির রেঞ্জের রেঞ্জার আলমগির হকের নেতৃত্বে ওদলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ সেন্টিমিটার প্যাঙ্গোলিনের চামড়া সহ আঁশ উদ্ধার করা হয়।তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে আগেই পাচারের খবর পায় বনকর্মীরা। সেই খবরের ভিত্তিতেই বুধবার সন্ধ্যায় ক্রেতা সেজে অভিযান চালানো হয়। পাচারের কাজে ব্যবহৃত একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত জেরায় জানিয়েছে, জঙ্গলে প্যাঙ্গোলিনটিকে মারা হয়, এরপর প্যাঙ্গোলিনের মাংস খেয়ে চামড়া পাচার করার উদ্দেশ্য ছিল।শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল প্রায় ২ লক্ষ টাকা দর ঠিক হয়।ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।