শিলিগুড়ি,২ মেঃ শিলিগুড়িতে চুরির টোটো বেচা-কেনার ঘটনায় গ্রেফতার ৪।ধৃতরা হল বিশাল সরকার,সুজিত সাহা,সুভাষ মালাকার ও বিবেক দাস।
গত ২১ এপ্রিল সকালে ডাবগ্রাম থেকে একটি টোটো চুরি যায়।২২ তারিখ এই বিষয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বুধবার চুরি যাওয়া টোটো সহ এক মহিলাকে গ্রেফতার করে।
মহিলাকে জেরা করার মাধ্যমে পুলিশ জানতে পারে, ইস্টার্ন বাইপাস এলাকার একটি শোরুম থেকে টোটোটি কিনেছিলেন তিনি।যার বিলও রয়েছে তার কাছে।সেইমতো শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ওই শোরুমে পৌছায়।তদন্তে নেমে পুলিশ জানতে পারে শোরুমের কর্মী সুজিত সাহা নরেশ মোড়ের একটি গ্যারেজ থেকে এই চুরি যাওয়া টোটোটি ১৪ হাজার ৫০০ টাকায় কিনে শোরুমে নিয়ে এসেছিল।এরপর শোরুমের ম্যানেজার বিশাল সরকার ৫৫ হাজার টাকায় মহিলার কাছে টোটোটি বিক্রি করে।বিষয়টি জানার পরই পুলিশ গ্যারেজ মালিক সুভাষ মালাকারকে গ্রেফতার করে।
পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে যে, ২০২২ সালে ইস্টার্ন বাইপাস এলাকার ওই শোরুম থেকেই ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে টোটোটি কিনেছিলেন ডাবগ্রামের ওই বাসিন্দা।সেই টোটোটি বিবেক দাস নামে এক যুবক চুরি করে ওই শোরুমের কর্মীর কাছে বিক্রি করে দিয়েছিল।ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শোরুমের মালিক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।