রাজগঞ্জ, ১৭ জুলাইঃ অবৈধভাবে জেসিবি দিয়ে নদীর মাটি কেটে পাচারের অভিযোগ।এই ঘটনায় ক্ষুব্ধ রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছাট মৌলানিগছের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, রাজগঞ্জের চেউলিবাড়ি এলাকার ছাট মৌলানিগছে নিম নদীর পাড় কেটে অবৈধভাবে ব্যবসা করছে একটি চক্র।বহুদিন ধরেই এই কারবার চলছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দা কার্তিক রায় বলেন, বহিরাগতরা নদীর পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে।অনেকবার নিষেধ করা হলেও বন্ধ করছে না।ওই মাটি বহনকারি গাড়ির জন্য রাস্তা বেহাল হয়ে যাচ্ছে।আমরা চাই মাটি কাটা বন্ধ হোক এবং গ্রামের রাস্তাটি পাকা করা হোক।
অন্যদিকে এই বিষয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, জেলা শাসকের তরফে কড়া নির্দেশ রয়েছে নদীর পাড় কাটা যাবে না।মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেসিবি বা কোনও ট্রাক পাওয়া যায়নি।তবে মাটি কাটার চিহ্ন রয়েছে।বিষয়টি নজরে রাখা হয়েছে।
রাজগঞ্জের বিএলআরও রূপক চন্দ্র ভাওয়াল বলেন, নদীর পাড় কাটা বেআইনি।তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।