আলিপুরদুয়ার,১৬ ফেব্রুয়ারিঃ বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার ২৯টি চিতল হরিণ ছাড়া হ’ল বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া জঙ্গলে। এই হরিণ গুলিকে বেথুয়াদাহারী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি পারভিন কাসওয়ান। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত তিন বছরে প্রায় কয়েকশো চিতল হরিণ ছাড়া হ’ল।
বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং ডিয়ার থাকলেও, বাঘেদের খাদ্য তালিকার অতিপ্রিয় চিতল হরিণের বসতি কম ছিল বক্সায়। স্বাভাবিক কারনেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বনদপ্তর। সম্প্রতি ৫২টি চিতল হরিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। আজ পুনরায় বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া জঙ্গলের কোর এলাকাতে ২৯ টি চিতল হরিণ ছাড়া হল।