শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ কায়াকল্প এবং সুশ্রী প্রকল্পে পৃথক দুটি পুরস্কার পেয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল।এবার সেই হাসপাতালের মান আরও উন্নত করে তুলতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম।শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে থাকাকালীন শিলিগুড়ি জেলা হাসপাতালের একাধিক উন্নয়ন করেছিলেন গৌতম দেব।এবার ফের জেলা হাসপাতালকে সাজিয়ে তুলতে সচেষ্ট তিনি।
জানা গিয়েছে, হাসপাতালের উন্নয়নের স্বার্থে প্রথম ধাপে হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন করা হবে।সেই ক্যান্টিন গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে হাসপাতাল চত্ত্বরেই জমিও চিহ্নিত করা হয়েছে।পাশাপাশি হাসপাতালে জলের সমস্যা রয়েছে।দ্রুত জলের সমাস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন মেয়র।অন্যদিক দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে একটি কোয়ার্টারের মধ্যে চলছে হাসপাতাল সুপারের অফিস।সেই বিষয়টিও নজরে এসেছে গৌতম দেবের।
এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, হাসপাতালে একটি প্রশাসনিক ভবন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।সেদিকেও নজর দেওয়া হবে।