শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার ২টি স্কুলকে শিক্ষা মিত্র এবং ১৪টি স্কুলকে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হল।
মঙ্গলবার নকশালবাড়ির কমিউনিটি হলে সমগ্র শিক্ষা মিশনের শিলিগুড়ি শিক্ষা জেলার উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার তুলে দেওয়া হল শিলিগুড়ি বয়েজ হাইস্কুল এবং রাঙাপানি হাইস্কুলকে।
এছাড়াও প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলোকে পরিবেশ বান্ধব স্কুল হিসেবে গড়ে তোলার জন্য শিলিগুড়ি শিক্ষা জেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়।এর মধ্যে বলাইগছ জুনিয়র হাইস্কুল, কাশগছ প্রাইমারি স্কুল, বেঙ্গাইজোত প্রাইমারি স্কুল, হাতিঘিসা হাইস্কুল, বুদ্ধভারতী বিএম বিদ্যামন্দির, নীলনলিনী বিদ্যামন্দির, বিধাননগর জুনিয়র বালিকা বিদ্যালয়, চৌপুকুরিয়া প্রাইমারি স্কুল, টপর সিং জোত প্রাইমারি স্কুল, দুলালজোত নেপালি হাইস্কুল , বেলবাড়ি জুনিয়র বেসিক স্কুল, অধিকারী কৃষ্ণকান্ত হাইস্কুল, ধেমাল নেপালি প্রাইমারি স্কুল এবং শিলিগুড়ি নেতাজি হাইস্কুলকে নির্মল বিদ্যালয় পুরস্কারে ভূষিত করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, শিলিগুড়ি পুরনিগমের শিক্ষা দপ্তরের এমএমআইসি শোভা সুব্বা, মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল এবং স্কুল পরিদর্শক প্রাণতোষ মাইতি সহ অন্যান্যরা।
এই বিষয়ে শিক্ষা জেলার চেয়ারম্যান জানান, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই এবার জেলায় এই অনুষ্ঠানের আয়োজন।তবে এবছর জেলা থেকে যামিনী রায় পুরস্কারে কোনো স্কুল নথিভুক্ত হয়নি।

