জলপাইগুড়ি,১৬ জুলাইঃ ডুয়ার্সের রিসোর্ট বা হোটেলে ঘুরতে যেতে হলে করাতে হবে আরটিপিসিআর টেস্ট।নতুবা পর্যটকদের করোনার টিকার দুটো ডোজই সম্পন্ন করে আসতে হবে।জেলা প্রশাসনের তরফে জারি করা এমন নির্দেশিকার জেরে বিপাকে পড়েছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা।
এদিন জলপাইগুড়ি জেলাশাসকের সঙ্গে দেখা করেন গরুমারা রিসোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।তাদের সমস্যার কথা জানান।অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, অনেক পর্যটকেরই করোনা টিকার দুটো ডোজ সম্পন্ন হয়নি।যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে।তাই তাদের দাবি পর্যটকদের আরটিপিসিআর টেস্ট এর সাথে অ্যান্টিজেন টেস্টকে মান্যতা দেওয়া হোক।এতে তাদের সমস্যার অনেকটাই সমাধান হবে।জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
এদিন গরুমারা রিসোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে উপস্থিত ছিলেন সম্পাদক দেব কমল মিশ্র, সহ সভাপতি পরিমল রাউত,যুগ্ম সম্পাদক শেখ জিয়াউল রহমান,সহ সম্পাদিকা মহাশ্বেতা রায়।