কোচবিহার, ২০ সেপ্টেম্বরঃ প্রতীকী ধর্মঘটের মধ্য দিয়ে কোচবিহার জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা ডেকোরেটের অ্যাসোসিয়েশন।
জানা গিয়েছে, সোমবার কোচবিহার রাসমেলা ময়দানের সামনে থেকে একটি মিছিল করে কোচবিহার জেলাশাসকের দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।
কোচবিহার জেলা ডেকোরেটর অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি রাজ্য কমিটির নির্দেশে আজ রাজ্যব্যাপী আমাদের আন্দোলন চলছে।জেলাশাসককে আমাদের দাবিগুলো নিয়ে স্মারকলিপি প্রদান করা হল।