শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ আইপিএল এর ধাঁচে শিলিগুড়িতে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ।যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে শহরজুড়ে।শুক্রবার টু্র্নামেন্টের জার্সি এবং ট্রফির উন্মোচন করলেন পুরনিগমের মেয়র গৌতম দেব।
এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করেন আয়োজক কমিটির সদস্যরা।উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ দিলীপ বর্মন সহ শহরের বিশিষ্ট ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী সংগঠনের সদস্যরা।এদিন টুর্নামেন্টে অংশগ্রহনকারী সমস্ত দলের জার্সি উন্মোচন করা হয়।
এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, শিলিগুড়ির মানুষ খেলাটা উপভোগ করবে।মাঠের খেলা ফিরিয়ে আনতে হবে।খেলা নিয়ে অনেক পরিকোল্পনা রয়েছে।
I participate this Tournament. Please 🙏