শিলিগুড়ি, ২৯ জুলাইঃ জুয়েলারি সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠলো শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এক আত্মীয়ের বিরুদ্ধে।আজ কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো সংস্থার এজেন্টরা।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, কয়েকবছর আগে দীপক সাহা একটি জুয়েলারি সংস্থা খোলেন।এই সংস্থায় বেশ কয়েকজন মহিলা কাজে যোগ দেন।তাদের কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে সংস্থার বিভিন্ন পলিসির কথা বলে মানুষকে সেই কোম্পানিতে বিনিয়োগ করানো।এভাবে প্রায় ১০ হাজারের বেশি মানুষ সেই সংস্থায় তাদের টাকা জমা করেন।এর মধ্যেই দীপক সাহা সংস্থা বন্ধ করে ফেরার হয়ে যায়।এদিকে জমা করা টাকা ফেরত পেতে কোম্পানির এজেন্টদের ওপর চাপ দেওয়া শুরু করেন গ্রাহকেরা।
এদিকে দীপক সাহার কোন খোঁজ না পেয়ে সংস্থার এজেন্টরা তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।এদিকে দীর্ঘদিন পরে এজেন্টরা জানতে পারে শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাস তার মামা এবং তাঁর বাড়িতেই রয়েছেন দীপক সাহা।এরপরই কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান মহিলারা।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দীপক সাহাকে আটক করে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে কাউন্সিলর ফোনে জানান, বেশ কিছুদিন আগে দীপক সাহা আমার ওয়ার্ডেই থাকতো।কিন্তু আমার সঙ্গে তাঁর দীপক সাহার কোন সম্পর্ক নেই।আজ দীপকও আমার বাড়িতে আসছিল।সেইসময় কিছু মহিলা বিক্ষোভ দেখায়।