শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ আগামী ২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে।তার আগে শিলিগুড়ি শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে শিলিগুড়ির সমস্ত ই-রিকশা চালকেরা উপস্থিত হয়ে একটি সভা করেন।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশেষ করে দুঃস্থ গরীব পরীক্ষার্থী যাদের পক্ষে সম্ভব নয় ই-রিকশা ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে পৌছনো তাদের পাশে থাকবে শিলিগুড়ির বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন। এছাড়াও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি করে ই-রিকশা দাঁড়িয়ে থাকবে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত।