নকশালবাড়ি,২৬ এপ্রিলঃ স্কুলের ভেতরে পানীয় জলের কল নষ্ট থাকায় জলকষ্টে ভুগছিল পড়ুয়ারা, জানতে পেরে বিশেষ ব্যবস্থা নিলেন পঞ্চায়েত প্রধান।
নকশালবাড়ির বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল ও পিএচই কল থাকলেও তা নষ্ট থাকায় স্কুল চলাকালীন জলকষ্টে পড়োশোনা চলতো পড়ুয়াদের। অবশেষে পড়ুয়াদের জলকষ্ট মেটাতে সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ। পঞ্চায়েত তহবিল থেকে ৫ লক্ষ ৩০ হাজার টাকায় সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি করা হয়। স্কুল কর্তৃপক্ষের আবেদনে এই জল প্রকল্প।
গৌতম ঘোষ বলেন, জলের খুব সমস্যা ছিল। পানীয় জলের ট্যাঙ্কের ফলে পড়ুয়াদের খুব সুবিধা হবে।
পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র নাথ বর্মন।সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক হওয়ায় খুশি শিক্ষার্থীরাও।