রাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারিঃ হাতির তাণ্ডব রাজগঞ্জের হুদুগছ গ্রামে, ক্ষতিগ্রস্থ কয়েকটি বাড়ি ও জমির ফসল। রবিবার রাতে রাজগঞ্জের বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি বড় এবং একটি বাচ্চা হাতি লোকালয়ে চলে আসে। চেউলিবাড়ি, চাকিয়াভিটা, আমবাড়ি, সুদামগছ ও শালগুড়ি গ্রামে দাপিয়ে বেড়ায় হাতিদুটি। এরপর সোমবার রাতে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হুদূগছ এলাকায় হামলা চালায়, এলাকার বেশকিছু জমির ফসল ও বাড়ির ক্ষতি করে ফের গায়েব হয়ে যায় হাতিদুটি।
আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত। তিনি বলেন, হাতির খবর পেয়ে এলাকা পরিদর্শনে এলাম। হাতির তান্ডবে এলাকার মানুষেরা ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্য করার চেষ্টা করব। হাতি দুটির খোঁজ শুরু করেছে বনদপ্তর।