শিলিগুড়ি, ১৬ জানুয়ারি : নিখোঁজ সেনা জওয়ানের খোঁজ পেতে এবার ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ফাঁসিদেওয়ার নিজবাড়ি থেকে উদ্ধার হওয়া মৃতদেহের সঙ্গে জওয়ানের পরিবারের রক্তের সম্পর্কের আত্মীয়ের ডিএনএ মিলিয়ে দেখবে পুলিশ। সেইমতো ফাঁসিদেওয়া থেকে উদ্ধার হওয়া দলা পাকানো দেহের ডিএনএ-এর নমুনা সংরক্ষন করে রেখেছে পুলিশ। চিঠি পাঠানো হচ্ছে জওয়ানের পরিবারকে। শিলিগুড়িতে এসে রক্তের নমুনা দেওয়ার আবেদন জানানো হবে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দেহটি মৃত সেনা জওয়ানেরই। কারন এখনো কেউ ওই মৃতদেহের খোঁজে আসেনি। দেহ থেকে ২০০ মিটারের মধ্যে জওয়ান এর ব্যাগ ও মোবাইল ফোন মিলেছে। তাই তদন্তকারীদের প্রাথমিক ধারনা ওই দেহ জওয়ানেরই। ডিএনএ পরীক্ষাই একমাত্র প্রমান করতে পারে যে দেহটি কার। তাই এই উদ্যোগ বলে জানিয়েছেন শহরের পুলিশ কর্তারা। শিলিগুড়ির পুলিশ কমিশনার জানান,’ঘটনার তদন্ত চলছে।’
প্রসঙ্গত, কলকাতা থেকে শিলিগুড়ি আসার পথে নিখোঁজ হয়ে যায় অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই জওয়ান। পুলিশ সূত্রে খবর, ১০ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল তাঁকে। এই ১০ এবং ১১ তারিখের মধ্যে জওয়ানের ফোনের লোকেশন এনজেপি থেকে ফাঁসিদেওয়া, সেখান থেকে নিজবাড়ি, আবার নিজবাড়ি থেকে ফাঁসিদেওয়া এবং পরবর্তীতে আবার নিজবাড়িতে ছিল। জওয়ানের সঙ্গে থাকা আরও দুটি ব্যাগেরও খোঁজ মেলেনি। সেটা নিয়েও রহস্য দেখা দিয়েছে। এদিকে, ওই জওয়ান তামিলনাড়ুর এক রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ হওয়ায় নবান্নে ফোন আসে। এরপর নবান্ন থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে ঘটনার গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাই শহরের দক্ষ পুলিশ কর্মীদের কাজে নামিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।