শিলিগুড়ি,১৪ আগস্টঃ গ্রাহকদের অজান্তেই তৈরি হয়ে যাচ্ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হতো টাকার লেনদেন। অথচ তা জানতেনই না গ্রাহক। গত জুলাই মাসে শিলিগুড়ির এক মহিলা তাঁর ইনকাম ট্যাক্স ফাইল বানাতে গিয়ে জানতে পারেন তাঁর নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। বিধান রোডে একটি ব্যাঙ্কে তাঁর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকার লেনদেন হয়েছে। এরপর পানিট্যাঙ্কি ফাঁড়িতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে ব্যাঙ্কের এক কর্মী যুক্ত রয়েছেন। এরপরই অভিষেক রায় নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গ্রাহকের অজান্তে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতো সে। বুধভার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।