ফাঁসিদেওয়া,১৭ এপ্রিল :রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে। পেটের সমস্যা নিয়ে তিনদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফাঁসিদেওয়ার কালু জোতের বাসিন্দা মহম্মদ তমিজুদ্দীনকে।
অভিযোগ, সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পরেও রোগীকে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। বৃহস্পতিবার রোগীর মৃত্যু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হতেই ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক পৌঁছান। এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও রোগীর হার্ট অ্যার্টাকে মৃত্যু হয়েছে বলে জানান ফাঁসিদেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ শাহিনুর ইসলাম।