বাগডোগরা,৭ নভেম্বরঃ পাচারের আগে উদ্ধার বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিনের আঁশ।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগডোগরা বনদপ্তর। ধৃতের নাম তনুজ দাস।
জানা গিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ফাঁসিদেওয়া মোড় আন্ডার পাশে অভিযান চালিয়ে তনুজ দাসকে গ্রেফতার করে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা। ধৃতের কাছ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। অসম থেকে নমুনা হিসেবে নিয়ে আসা হচ্ছিল এই আঁশ। অনুমান করা হচ্ছে, নেপালে হয়ে চিনে পাচার করবার ছক ছিল।
বাগডোগরা ফরেস্ট রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, অসমের উত্তর লখিমপুরের ওই বাসিন্দা প্যাঙ্গোলিনের আঁশ হাত বদল করবার জন্য ফ্লাইওভারের নিচে অপেক্ষা করছিল।সেইসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।