আলিপুরদুয়ার,১৬ এপ্রিলঃ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কাছে ১৩ নম্বর ওয়ার্ডে ইটখোলা এলাকায় উদ্ধার শিশুর মৃতদেহ।ঘটনা ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।
এলাকায় জঞ্জালের মধ্যে পড়ে ছিল শিশুটির দেহ।স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্যদিকে খবর পেয়ে এলাকায় আসেন ওয়ার্ড কাউন্সিলর আনন্দ জেসওয়াল।এভাবে জনবহুল এলাকায় একটি মৃত শিশুর দেহ কে বা কারা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
কাউন্সিলর আনন্দ জেসওয়াল বলেন,এটা অমানবিক ঘটনা।এখানে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হয়নি।খুব খারাপ লাগার বিষয়।পুলিশ বিষয়টি দেখছে।