শিলিগুড়ি,১১ জুলাইঃ বাজারে সবজির দামে আগুন। এর জেরে মধ্যবিত্তের হাত পুড়ছে। সেই দামে লাগাম টানতে অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় নজরদারি শুরু করল টাস্ক ফোর্স।
বৃহস্পতিবার শিলিগুড়িতেও বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কী রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয়। পাইকারি বাজার, খুচরো বাজারে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা।
এদিন পাইকারি বাজারে বেশকিছু আড়তদারদের সবজি বিক্রিতে কমিশন কমানোর কথা বলা হয়েছে। বেশকিছু আড়তদার সবজি বিক্রিতে তাঁদের ৮ শতাংশ কমিশনও রাখছেন। তা কমিয়ে ৩-৪ শতাংশ করার কথা বলা হয়েছে।
এদিকে পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে সবজির দাম প্রায় দ্বিগুণ বলেই অভিযোগ। যদিও এ দিন খুচরো বাজারগুলিতে টাস্ক ফোর্স যেতেই কিছু বিক্রেতা সবজির দাম কমিয়ে দেন বলে অভিযোগ। আগামী কয়েকদিন শহরের বিভিন্ন বাজারে এই অভিযান চলবে।